সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে দিনাজপুরের পার্বতীপুরের খোলাহাটি ডিগ্রি কলেজে নকলের অভিযোগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কতৃপক্ষ কেন্দ্রটি বাতিল ঘোষণা করেছে। গত ১৭ অক্টোবর বিএ ও বিএসএস পরীক্ষার ইসলামিক স্টাডিজ-৪ বিষয়ের পরীক্ষায় প্রকাশ্যে নকলের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে।
বাউবি গণসংযোগ বিভাগ জানায়, আলোচিত ঘটনায় বিশ্ববিদ্যালয় তাৎক্ষণিকভাবে খোলাহাটি ডিগ্রি কলেজের পরীক্ষা কেন্দ্র বাতিল করে পার্বতীপুর সরকারি কলেজকে নতুন কেন্দ্র হিসেবে নির্ধারণ করেছে।
একইসাথে দিনাজপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তপন কুমার মহন্তকে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. আব্দুল মজিদ মন্ডলের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেবে।
বাউবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় কখনোই পরীক্ষায় অসদুপায়কে প্রশ্রয় দেয় না। নকল একটি শাস্তিযোগ্য অপরাধ। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’



