নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হালিম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের খাজুরা মাঠে নিজের পুকুরের পানি সেচ দিতে গিয়ে ওই কৃষকের মৃত্যু হয়।
কৃষক আব্দুল হালিম খাজুরা গ্রামের আবুল কালামের ছেলে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, রাতের বৃষ্টিতে আব্দুল হালিমের চাষ করা পুকুরের পানি বৃদ্ধি পায়। পরে পুকুরের পানি সেচ দিতে গিয়ে বৈদ্যুতিক মোটরের লাইন শর্ট সার্কিটে হলে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাটানো হয়েছিল। কেউ অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।