ইসলামী আন্দোলনের ঝিনাইদহ-২ আসনের এমপি প্রার্থীর মতবিনিময়

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ-২ আসনের এমপি প্রার্থী ও জেলা সভাপতি এইচ এম মোমতাজুল করীম।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
ইসলামী আন্দোলনের ঝিনাইদহ-২ আসনের এমপি প্রার্থীর মতবিনিময়
ইসলামী আন্দোলনের ঝিনাইদহ-২ আসনের এমপি প্রার্থীর মতবিনিময় |নয়া দিগন্ত

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ-২ আসনের এমপি প্রার্থী ও জেলা সভাপতি এইচ এম মোমতাজুল করীম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলনের ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা শিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি রাসেল উদ্দীন সিনিয়র সহ-সভাপতি মো: আলী মর্তুজা, পৌর সভাপতি মাওলানা রুহুল আমিন খান, সদর উপজেলার সহ-সভাপতি মুফতি আলী হোসাইন ও ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি এইচ এম নাঈম মাহমুদসহ অন্যান্যরা।

তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মতবিনিময় সভায় তিনি বলেন- ‘৮ দলের সমঝোঝতায় যিনি প্রার্থী হবেন আমরা তাকে সমর্থন করে এক সাথে কাজ করব।’