কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকার আশুলিয়ায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে, সাভারে ২৮ জন, আশুলিয়ায় ১১ জন ও ধামরাই থানায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
তিনি বলেন, আশুলিয়া থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়। তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতাররা সবাই আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন।
এদিকে আওয়ামী লীগ ঘোষিত লকডাউন ঘিরে নাশকতা প্রতিরোধে সাভারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তৎপরতা বাড়িয়েছে ঢাকা জেলা পুলিশ। গণপরিবহনে পুলিশের তল্লাশিসহ টহল কার্যক্রম চলছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস) মো: আরাফাতুল ইসলাম বলেন, নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে ঢাকা জেলা পুলিশের প্রস্তুতি রয়েছে।
এছাড়া সাভার-আশুলিয়া ও ধামরাইয়ে আওয়ামী লীগের সহিংসতা প্রতিরোধে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামি আন্দোলন বাংলাদেশসহ সড়ক অবস্থানসহ মিছিল করছেন। ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা মহাসড়কসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা অবস্থান নিয়েছেন।



