নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর শিয়াচরে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির দু’পা বিচ্ছিন্ন অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর, তবে এখনো পরিচয় শনাক্ত হয়নি।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ফতুল্লার তক্কার মাঠ-নন্দলালপুর সড়কের উত্তর শিয়াচর মাওয়া মার্কেটের পেছনে ঝোপের ভিতরে পরিত্যক্ত একটি ড্রামের ভেতর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে মাওয়া মার্কেটের পেছন থেকে এলাকাবাসী গন্ধ পেয়ে একটি ড্রামের ভিতরে একটি লাশ দেখতে পান। পরে খবর দেয়া হলে পুলিশ লাশটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, লাশটি সম্ভবত সোমবার রাতের কোনো এক সময়ে ড্রামে করে ঝোপের ভিতরে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
ফতুল্লা থানার উপপরিদর্শক রেহানুল ইসলাম জানান, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভিতরে থাকা দু’পা বিচ্ছিন্ন অর্ধগলিত লাশটি উদ্ধার করেছি। অন্য কোথাও হত্যা করে লাশটি ড্রামে করে এখানে ফেলে রেখে গেছে। আমরা ঘটনাস্থল থেকে কিছু প্রাথমিক আলামত সংগ্রহ করেছি। তদন্ত চলছে এবং শিগগিরই লাশের পরিচয় ও হত্যাকাণ্ডের কারণ সম্পর্কিত তথ্য জানানো হবে।’