বগুড়ার কাহালু উপজেলায় ড্রেন থেকে অজ্ঞাতনামা পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার কালাই দক্ষিণ হিন্দুপাড়ার পাশের একটি ড্রেন থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি, বয়স আনুমানিক ৩৫ বছর।
জানা গেছে, ড্রেনের পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর। পরে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
স্থানীয়দের ধারণা, কে বা কারা চার-পাঁচ দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে সেখানে ফেলে যায়।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) নিমাই চন্দ্র সরকার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি পচে-গলে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে বিলম্ব হচ্ছে।