রংপুরের ৬ আসনে ৬১ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

রোববার বিকেল ৫টার পর রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন দল মনোনীত ও স্বতন্ত্র হিসেবে ৬১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সময়ের মধ্যে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টার পর রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে রোববার বিকেল ৫টা পর্যন্ত জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৬১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আসনভিত্তিক মনোনয়ন সংগ্রহের হিসেবে দেখা যায়, রংপুর-১ আসনে ১০ জন, রংপুর-২ আসনে আটজন, রংপুর-৩ আসনে ১১ জন, রংপুর-৪ আসনে ১১ জন, রংপুর-৫ আসনে ১১ জন ও রংপুর-৬ আসনে নয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

একই সময়ে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন- রংপুর-১ আসনে জাতীয় পার্টির মঞ্জুম আলী, রংপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মোহাম্মদ আলী সরকার ও জাতীয় পার্টির আনিসুল ইসলাম মন্ডল, রংপুর-৪ আসনে জাতীয় পার্টির আবু নাসের শাহ মো: মাহবুবার রহমান।

এদিকে মনোনয়নপত্র জমা দেয়ার সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীদের সাথে বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান করতে দেখা গেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের জেলা প্রশাসক মো: এনামুল আহসান বলেন, ‘আচরণ বিধি লঙ্ঘন করে মনোনয়ন ফরম সংগ্রহ কিংবা জমা দেয়া হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’