গলাচিপায় মসজিদভিত্তিক প্রজন্ম গঠনের লক্ষ্যে নামাজ প্রতিযোগিতায় ২৮ জন শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উদয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের এমপি প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন, গলাচিপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন।
এ সময় উপহার প্রাপ্ত শিশু-কিশোর, তাদের অভিভাবক ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গলাচিপা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উদ্দিন পরাগ ও গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুশফিকুর রহমান সাইফুল।
আট থেকে ১২ বছর বয়সী ৪৬ জন শিশু অংশগ্রহণের মধ্যে নিয়মিত নামাজ আদায়কারী ২৮ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।



