শরীয়তপুরের নড়িয়ায় আসছেন জনপ্রিয় ইসলামী বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসেরে কোরআন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা।
তিনি বুধবার (৩০ এপ্রিল) বাদ এশা উপজেলার নশাসন ঢালী কান্দি নুরুল ইসলাম (রহ.) জয়নালিয়া হাফেজিয়া ও আর আই আলিম মাদরাসায় তাফসির মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের।
তাফসির মাহফিলে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান কিরন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমী, ন্যাশনাল ডক্টরস ফোরামের মহাসচিব অধ্যাপক ডা: মাহমুদ হোসেন বকাউল।
মাহফিল ইন্তেজামিয়া কমিটির পরিচালক ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের বলেন, ‘নশাসন মাদরাসার তাফসির মাহফিল উপলক্ষে প্রথমবারের মতো মুফতি আমির হামজা শরীয়তপুরে আসছেন। এ উপলক্ষে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ উপজেলা প্রশাসনের অনুমতি নেয়া হয়েছে এবং মাহফিলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি, আবহাওয়া ভালো থাকলে লাখের বেশি মানুষের সমাগম হবে। মাহফিল সুশৃঙ্খলভাবে সমাপ্ত করতে সকলের সহযোগিতা কামনা করছি।’