চট্টগ্রামের মিরসরাইয়ে ছড়া ও পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম উত্তর বন বিভাগ। এ সময় পাঁচটি শ্যালো মেশিনসহ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা আদর্শ গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, করেরহাট রেঞ্জ কর্মকর্তা মো: তরিকুর রহমান ও জোরারগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, ‘একটি চক্র অবৈধভাবে করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা এলাকায় ছড়া ও পাহাড় কেটে বালু উত্তোলন করছিল। এ বিষয়ে অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করি। এ সময় পাঁচটি শ্যালো মেশিন বিনষ্ট করে পাইপ জব্দ করি। তবে অভিযানের সময় অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি।’
তিনি আরো বলেন, ‘সেখানে অবৈধভাবে নির্মিত একটি একচালা ঘরে মাদক সেবনের আলামত পাওয়া গেছে। অভিযানের সময় ঘরটি উচ্ছেদ করা হয়। পরিবেশবিরোধী অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’



