স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করে আন্দোলনে নেমেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অবরোধের কারণে ঢাকার সাথে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো: মাসুম আলী জানান, শিক্ষার্থীরা স্টেশনের পাশে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার আগে জামতৈল স্টেশনে এবং ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি মোহনপুর স্টেশনে আটকে আছে।
তিনি বলেন, ‘অবরোধের সময় যত দীর্ঘ হবে, তত বেশি সংখ্যক ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটবে।’
স্টেশন সূত্রে জানা গেছে, এ রুট দিয়ে প্রতিদিন প্রায় ৩০টি যাত্রীবাহী ট্রেন আপ-ডাউন করে। এছাড়া দুই-তিনটি মালবাহী ট্রেন চলাচল করে। এর মধ্যে ১০টি ট্রেনের যাত্রাবিরতি রয়েছে উল্লাপাড়া স্টেশনে। ফলে অবরোধ দীর্ঘায়িত হলে যাত্রীসেবা ভয়াবহভাবে ব্যাহত হবে।
অবরোধস্থলে উপস্থিত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করছেন। অস্থায়ী ক্যাম্পাসে পর্যাপ্ত অবকাঠামো না থাকায় পাঠদান, গবেষণা ও সাংস্কৃতিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধসহ কঠোর কর্মসূচি চলবে। প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য রেলপথ বন্ধ রাখা হবে।
এক শিক্ষার্থী বলেন, ‘আমরা বহুবার লিখিত ও মৌখিকভাবে কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু আশ্বাস ছাড়া কোনো বাস্তব পদক্ষেপ দেখা যায়নি।’
হঠাৎ রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা বিভিন্ন স্টেশন ও ট্রেনে আটকা পড়ে আছেন। বিশেষ করে অফিসগামী যাত্রী ও দূরপাল্লার ভ্রমণকারীরা বিপাকে পড়েছেন। এক যাত্রী বলেন, ‘আমাদের কোনো পূর্বঘোষণা দেয়া হয়নি। সকালে স্টেশনে এসে জানতে পারলাম ট্রেন যাবে না।’
রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন অবরোধস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি।