জামালপুরে ঝিনাই নদী থেকে ৩ শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ২

বেলা অনুমানিক ৩টার দিকে মাদারগঞ্জ উপজেলার চর ভাটিয়ানি মধ্যপাড়া গ্রামের ঝিনাই নদীর আনোয়ারের বাড়ির ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ওই পাঁচ শিশু।

খাদেমুল বাবুল, জামালপুর

Location :

Jamalpur
নিখোঁজ তিন শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস
নিখোঁজ তিন শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস |নয়া দিগন্ত

জামালপুরের মাদারগঞ্জে চরভাটিয়ান গ্রামে ঝিনাই নদীতে নিখোঁজ পাঁচ শিশুর মধ্যে তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল পলি আক্তার (১২), আবু হোসেন (৮) ও সায়েবা আক্তার (৮) নামে তিন শিশুর লাশ উদ্ধার করে। নিখোঁজ রয়েছে আরো দুই শিশু। নিখোঁজ দু’জনকে উদ্ধারের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে ডুবুরি দল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা অনুমানিক ৩টার দিকে মাদারগঞ্জ উপজেলার চর ভাটিয়ানি মধ্যপাড়া গ্রামের ঝিনাই নদীর আনোয়ারের বাড়ির ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ওই পাঁচ শিশু।

তারা হলো- চর ভাটিয়ানি গ্রামের দুদু মিয়ার ১২ বছরের শিশুকন্যা পলি আক্তার ও আট বছরের শিশুপুত্র মো: আবু হোসেন। একই গ্রামের আজাদ মিয়ার ১০ বছরের শিশুকন্যা কুলসুম, একই উপজেলার বাউশী গ্রামের নুর ইসলামের আট বছরের শিশুকন্যা সায়েবা আক্তার এবং অজ্ঞাতনামা একজনসহ পাঁচ শিশু।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্ল্যা সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তিন শিশুর লাশ উদ্ধার করেছে। শিশু কুলসুম ও অজ্ঞাতনামা শিশুর লাশ উদ্ধারে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।’