চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হওয়া তিন বছরের শিশু মেজবাহর মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম জোন-৩ এর উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘ প্রচেষ্টার পর শিশুটিকে উদ্ধার করা হয়, তবে উদ্ধারের সময় সে অচেতন অবস্থায় ছিল।
এর আগে, বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়নগর বড়ুয়াপাড়া গুচ্ছগ্রামে বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশুটি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে স্থানীয়রা বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এলাকাবাসী শিশুটিকে বাঁশটি ধরে রাখতে বলছেন। তবে শেষ পর্যন্ত তাকে জীবিত ফেরানো সম্ভব হয়নি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুল ইসলাম বলেন, ‘সন্ধ্যার একটু আগে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়।’



