‘স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে নারীর ভূমিকা অপরিহার্য’

দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত নারী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ফায়জুল হক।।

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Brahmanbaria
নারী সমাবেশ ও মতবিনিময় সভা
নারী সমাবেশ ও মতবিনিময় সভা |নয়া দিগন্ত

ফ্যাসিবাদ পরবর্তী সময়ে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে নারীর ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ফায়জুল হক।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত নারী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে (ভার্চুয়ালি যুক্ত হয়ে) তিনি এ মন্তব্য করেন।

বক্তৃতাকালে তিনি বাল্যবিবাহ ও বিবাহ বিচ্ছেদের হার কমাতে সচেতনভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদফতরের উপপরিচালক নাসিমা খাতুন এবং আশুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৈয়দ রাফিউদ্দিন।

উল্লেখ্য, তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারকে সামনে রেখে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্তরের নারীদের অংশগ্রহণে এ সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।