আ’লীগ নিষিদ্ধে পঞ্চগড়ে জামায়াতের শোকরানা মিছিল

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করায় পঞ্চগড়ে জামায়াতের শোকরানা মিছিল।

পঞ্চগড় প্রতিনিধি
আ’লীগ নিষিদ্ধে পঞ্চগড়ে জামায়াতের শোকরানা মিছিল
আ’লীগ নিষিদ্ধে পঞ্চগড়ে জামায়াতের শোকরানা মিছিল |নয়া দিগন্ত

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করায় পঞ্চগড়ে শোকরানা মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখা।

রোববার (১১ মে) দুপুরে পঞ্চগড় ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে শোকরানা ও আনন্দ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা।

জেলা আমিরের পরিচালনায় মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে চৌরঙ্গী মোড় এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও পঞ্চগড় জেলা আমির অধ্যাপক মাওলানা মো: ইকবাল হোসাইন।

এছাড়া অন্যদের মধ্যে জেলা সেক্রেটারি মাওলানা মো: দেলোয়ার হোসাইন, পৌর আমির মাওলানা মো: জয়নাল আবেদীন, তোফায়েল আহম্মেদ প্রধান প্রমুখ বক্তব্য দেন।

এসময় বক্তরা বলেন, ‘জুলাই গণহত্যায় আওয়ামী লীগ দু’হাজারের অধিক ছাত্র-জনতাকে হত্যা করেছে। তারাই পিলখানা হত্যাকাণ্ডসহ বিভিন্ন হত্যা ঘটিয়েছে। অবিলম্ব তাদের এক এক করে বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে।’

এদিকে শোকরানা ও আনন্দ মিছিলে জামায়াত ও ছাত্রশিবিরের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।