‘বিএনপিকে ষড়যন্ত্র দিয়ে দমন করা যায়নি, যায় না, আর কখনো যাবে না। বিএনপির আসল শক্তি হলো জনগণের আস্থা’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসনের সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দক্ষিণ বাউরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সোবহান বলেন, ‘ওয়ান-ইলেভেন থেকে শুরু করে বিগত পতিত সরকারের সময় পর্যন্ত বিএনপিকে দুর্বল করার জন্য নানা মহল বারবার ষড়যন্ত্র করেছে। কিন্তু প্রতিবারই জনগণের ভালোবাসা ও আস্থার কারণেই বিএনপি আরো শক্তিশালী হয়ে উঠেছে। দেশের ভেতরে-বাইরে বিএনপির বিরুদ্ধে আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। আমাদের শক্তি জনগণ। সেই আস্থা ধরে রাখতে হলে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।’
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘এ দফাগুলো বাস্তবায়নের মাধ্যমেই দেশে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্রের প্রত্যাশা পূরণ সম্ভব।’
তিনি আরো বলেন, ‘অতীত থেকে শিক্ষা নিতে হবে। জনগণ ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। সেই নির্বাচনের মাধ্যমেই তারা জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। ১৭ বছর ধরে যারা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। পাশাপাশি সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করবে বিএনপি।’
রাজপথে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরে সোবহান বলেন, ‘যে দলে জনগণ নেই, সেই দলের কোনো ভবিষ্যৎ নেই। বিএনপির শক্তি তৃণমূলের নেতাকর্মী ও জনগণ। সেই আস্থা আমাদের ধরে রাখতে হবে।’
বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: হারুন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় আরো বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান, সাবেক সহ-সভাপতি আনোয়ার সাদাত তোতা, গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: শাহে আলম ফকিরসহ অন্যরা।