পাবনায় মদপানে সুমন সরকার (৩৫) ও মামুন (৩২) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি, গ্যাস্ট্রিকের সমস্যার কারণে তাদের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
সুমন পাবনা শহরের গোপালপুর মহল্লার সঞ্চিত সরকারের ছেলে এবং মামুন রাধানগর মক্তবপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।
পাবনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত সিনিয়র নার্স সুখি খাতুন জানান, তাদের একজনকে রাত ১২টায় এবং অপরজনকে রাত ৩টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় একজন হাসপাতালেই মারা যান এবং পরে স্বজনরা লাশ নিয়ে চলে যান। অপরজন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
নিহতদের পরিবারের দাবি, গ্যাস্ট্রিকের সমস্যার কারণে তাদের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালেই সুমনের লাশ দাহ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকীর মদের বার চাকীবাড়ি থেকে পিড নামের এক ধরনের বিষাক্ত মদপান করে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়।
শুক্রবার দুপুরে ওই দু’জনের চাকীবাড়িতে যাওয়ার বিষয়টি এলাকাবাসী নিশ্চিত করেন এবং পুলিশকে জানায়।
অতিরিক্ত পুলিশ সুপার মো: মশিউর রহমান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানায়, হাসপাতালের নথিপত্র অনুযায়ী, প্রাথমিকভাবে তাদের মৃত্যুর কারণ হিসেবে মদপানের বিষয়টি উল্লেখ রয়েছে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।



