মহেশপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আজ সকালে দুই বোন স্কুলে যাওয়ার জন্য বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাদের সাড়া-শব্দ না পেয়ে পুকুরে গিয়ে তাদের লাশ দেখতে পায়।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
মহেশপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মহেশপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু |নয়া দিগন্ত

ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে আফিয়া খাতুন(১২) ও সাথিয়া খাতুন (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সকালে স্কুলে যাওয়ার জন্য পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় ওই দুই শিশু।

বুধবার (২৮ মে) সকালে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোসালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আফিয়া খোসালপুর গ্রামের শফিকুল ও সাথিয়া একই গ্রামের খায়রুল ইসলামের মেয়ে। তারা খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতো এবং সম্পর্কে চাচাতো বোন।

আফিয়ার মামা এনামুল হক জানান, সকালে দুই বোন স্কুলে যাওয়ার জন্য বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাদের সাড়া-শব্দ না পেয়ে পুকুরে গিয়ে তাদের লাশ দেখতে পায়। ঘটনায় পরিবারসহ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মহেশপুর থানার তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান বলেন, ‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’