কুলাউড়া আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি ও নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক মমদুদ হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
মমদুদ হোসেন
মমদুদ হোসেন |নয়া দিগন্ত

মৌলভীবাজারের কুলাউড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক এবং ব্রাহ্মণবাজার ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান মমদুদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোরে ব্রাহ্মণবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মমদুদ হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন থেকে তিনি পলাতক ছিলেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান মোল্লা জানান, আগের মামলার আসামি এবং আওয়ামী লীগকে সংগঠিত করার তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে তাকে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।