কক্সবাজারের ঈদগাঁওতে গাছের সাথে বাসের ধাক্কায় ১৫ বাসযাত্রী আহত হয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কালিরছড়া এলাকায় যাত্রীবাহী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আহত যাত্রীদের তাৎক্ষণিক উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহত যাত্রীদের নাম ঠিকানা তাৎক্ষণিক পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহনের বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে মুহূর্তেই বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কালিরছড়া এলাকায় সেন্টমার্টিন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। এ সময় বাসে থাকা ১৫ যাত্রী আহত হয়েছেন। তবে নিহতের খবর পাওয়া যায়নি।