এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাছেদ, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ, জেলা বিএনপির মৎস্য ও পশু সম্পদবিষয়ক সম্পাদক ময়নুল হক বকুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক, সিনিয়র সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান মন্ডল, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের মুসল্লিরা উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন ওই মসজিদের খতিব মুফতি মনোয়ার হোসেন।



