সোনাগাজীতে বিদ্যুতায়িত হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

আজ রোববার দুপুরে হাসান তার তার বাবা কামাল উদ্দিনের মুরগির খামার দেখতে যায়। পরে খামারে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে সে লুটে পড়ে। দ্রুত তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হাসানকে মৃত ঘোষণা করেন।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Sonagazi
বিদ্যুতায়িত হয়ে নিহত কামরুল হাসান
বিদ্যুতায়িত হয়ে নিহত কামরুল হাসান |নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজীতে বিদ্যুতায়িত হয়ে মো: কামরুল হাসান (১৫) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামের আবুল কালাম মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কামরুল হাসান চরলামছি গ্রামের কামাল উদ্দিনের বড় ছেলে এবং আমির উদ্দিন মুন্সীর হাট দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। ২০২৬ সালে ওই মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তার।

নিহত কামরুল হাসানের চাচা শামসুদ্দিন জানান, আজ রোববার দুপুরে হাসান তার তার বাবা কামাল উদ্দিনের মুরগির খামার দেখতে যায়। পরে খামারে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে সে লুটে পড়ে। দ্রুত তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হাসানকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, তার মৃত্যুর সংবাদে পরিবার, এলাকাবাসীসহ মাদরাসা ছাত্র-ছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিকেলে জানাজার নামাজ শেষে কামরুল হাসানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার অর্ণব বনিক জানান, কামরুল হাসান নামে বিদ্যুৎতায়িত হওয়া এক কিশোরকে স্বাস্থ্য কমপ্লেক্সে এনেছিল। হাসপাতালে আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়। আমরা যাচাই-বাছাই করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে তারা তাকে নিয়ে যান।