কুমিল্লায় সুজনের গোল টেবিল বৈঠক

‘বাংলাদেশকে কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার সম্ভাবনা তৈরি করেছে গণঅভ্যুত্থান’

বিগত সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি নির্বাচনই সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
সুজনের গোল টেবিল বৈঠকে অতিথিরা
সুজনের গোল টেবিল বৈঠকে অতিথিরা |নয়া দিগন্ত

কুমিল্লায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ ও নাগরিক ভাবনা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বক্তারা বলেন, ‘জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশকে কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা সবাই গণতন্ত্রের কথা বলি কিন্তু চর্চা করি না। প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। বিগত সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি নির্বাচনই সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। জনগণকে নির্বাচনমুখী করতে ভীতিমুক্ত পরিবেশ অন্তর্বর্তী সরকারকে করতে হবে, ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটদান সম্পন্ন করতে পারে।’

শনিবার (৬ ডিসেম্বর) সকালে সুজন’র কুমিল্লা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে এ গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুজন কুমিল্লা জেলা কমিটির সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজন কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আহসান টিটু। বক্তব্য রাখেন গবেষক ও সাহিত্যিক ড. আলী হোসেন চৌধুরী, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক দুলাল, সচেতন নাগরিক কমিটির (সনাক) কুমিল্লার সভাপতি নিখিল চন্দ্র রায়, কচুয়া রহিমা নগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, কুমিল্লা মহানগর সুজনের সহ-সভাপতি অ্যাডভোকেট শামীমা আক্তার জাহান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক সৈয়দ মো: নাছির উদ্দিন।

শুরুতেই কুমিল্লা মহানগর কমিটির সভাপতি আনিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।