কুষ্টিয়ায় মহান বিজয় দিবস উদযাপন

সকাল ৮টার দিকে শহরের চৌড়হাস মোড় থেকে জেলা জামায়াতের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের হয়। জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দারের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর আসনের মনোনীত জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
মহান বিজয় দিবস উপলক্ষে জেলা জামায়াতের র‌্যালি ও শহীদদের স্মরণে ডিসি, এসপির দোয়া
মহান বিজয় দিবস উপলক্ষে জেলা জামায়াতের র‌্যালি ও শহীদদের স্মরণে ডিসি, এসপির দোয়া |নয়া দিগন্ত

কুষ্টিয়ায় মহান বিজয় দিবস নানান কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা জামায়াতের র‌্যালি ও কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে দোয়ার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে ২১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়।

পরে জেলা প্রশাসক (ডিসি) ইকবাল হোসেন, পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দিনসহ সরকারি-বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রোদ্ধা জানানো হয়।

এরপর শহীদদের কবরস্থানে ফুল দিয়ে শ্রোদ্ধা জানানোর পাশাপাশি রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, সকাল ৮টার দিকে শহরের চৌড়হাস মোড় থেকে জেলা জামায়াতের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের হয়। জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দারের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর আসনের মনোনীত জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা।

র‌্যালিটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক দিয়ে মজমপুর গেট হয়ে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন জামায়াতের নেতারা।

এদিকে কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে সকাল ৯টার দিকে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রোদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন।

সকাল ৯টার দিকে আবরার ফাহাদ স্টেডিয়ামে শিশু-কিশোরদের উপস্থিতিতে আনুষ্ঠানিক সালাম গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়া শিল্পকলা অ্যাকাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।