গাজীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মুজিবুর রহমান

বৃহস্পতিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে গাজীপুর-১ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মুজিবুর রহমানের নাম ঘোষণা করেন

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
মো: মুজিবুর রহমান
মো: মুজিবুর রহমান |নয়া দিগন্ত

গাজীপুর-১ (কালিয়াকৈর ও মহানগরীর একাংশ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মো: মুজিবুর রহমান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।

বিএপির প্রার্থী হিসেবে মুজিবুর রহমানের নাম ঘোষণার পর কালিয়াকৈরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। উপজেলা, জেলা ও মহানগর বিএনপির বহু ত্যাগী ও সিনিয়র নেতাকর্মী মুজিবুর রহমানের মনোনয়নকে ‘অযৌক্তিক ও রাজনৈতিকভাবে বিপজ্জনক’ বলে মনে করছেন।

তবে এ অভিযোগ বা তীব্র প্রতিক্রিয়া সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব।