মেহেরপুরে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

নিহত তোফাজ্জেল হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দলিয়ারপুরের জামাত আলির ছেলে। তিনি দরবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

মেহেরপুর প্রতিনিধি

Location :

Meherpur

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় তোফাজ্জেল হোসেন নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের দরবেশপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোফাজ্জেল হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দলিয়ারপুরের জামাত আলির ছেলে। তিনি দরবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানায়, বিদ্যালয় ছুটি শেষে তোফাজ্জেল হোসেন ব্যাক্তিগত ব্যবসার পাওনা টাকা আদায় করতে বের হন। কাজ শেষে তিনি সড়কে মোটরসাইকেল ঘুরিয়ে চড়তে গেলে হঠাৎ একটি বেপরোয়া গতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তোফাজ্জেল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।