আলীকদমে শিশু ধর্ষণ মামলার আসামি উখিয়া থেকে গ্রেফতার

আসামি জালাল আহামদ মামলা রুজুর পরপরই তার ব্যক্তিগত মোবাইল ফোন বাড়িতে রেখে আত্মগোপনে চলে যান।

মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম (বান্দরবান)

Location :

Ali kadam
জালাল আহামদ (৬৩)
জালাল আহামদ (৬৩) |সংগৃহীত

বান্দরবানের আলীকদমে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি জালাল আহামদকে (৬৩) কক্সবাজারের উখিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার তার গ্রেফতারের বিষয়টি পুলিশ নিশ্চিত করে।

গ্রেফতার জালাল আহামদ চৈক্ষ্যং ইউনিয়নের ফুটেরঝিরি এলাকার বাসিন্দা। তার বাবার নাম ওমর কাদের।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে জালাল আহামদ তার নিজ বসতঘরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেন। এই ঘটনায় ২৪ জুলাই শিশুটির মা আলীকদম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি লিখিত এজাহার দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আসামি জালাল আহামদ মামলা রুজুর পরপরই তার ব্যক্তিগত মোবাইল ফোন বাড়িতে রেখে আত্মগোপনে চলে যান। পরবর্তীতে পুলিশ টিম তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে জানতে পারে যে পলাতক আসামি কক্সবাজার জেলার উখিয়া থানা এলাকায় অবস্থান করছেন। এরই ধারাবাহিকতায় আলীকদম থানার পুলিশ ২৮ ও ২৯ জুলাই কক্সবাজারের উখিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উখিয়া থানাধীন কুতুপালং লাম্বাশিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি জালাল আহামদকে গ্রেফতার করা হয়।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, গ্রেফতার আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।