খুলনার ডুমুরিয়ায় কাটা গাছে চাপা পড়ে আবু নাসের মজলিস (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার শাহপুর গ্রামের শাপুর গাজী পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আবু নাসের মিকশিমিল গ্রামের জয়নাল মজলিসের ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, উপজেলার খরসঙ্গ গ্রামের আ: সালাম ফকির শাহপুর গ্রামের ইলান সরদারের কাছ থেকে একটি শিরীষ গাছ ক্রয় করেন। পরে মিকশিমিল গ্রামের আবু নাসের মজলিসসহ চার শ্রমিক ওই গাছ কাটতে আসেন। দুপুরে গাছ কেটে মাটিতে ফেলার সময় পাশে থাকা মেহগনি গাছে আঘাতপ্রাপ্ত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। পরে গাছতলায় থাকা আবু নাসের সরে যাওয়ার চেষ্টা করলে পেছনে একটি বাড়ির বেষ্টনীতে বাধাপ্রাপ্ত হয়ে গাছটিতে চাপা পড়ে যান। ফলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এছাড়া ঘটনায় রফিকুল ইসলাম (৫০) ও রাজু (৪৪) নামে আরো দুই শ্রমিক আহত হন।



