৬ মাসে হাফেজ বাগেরহাটের ছোট্ট শিশু আব্দুর রহমান

আব্দুর রহমানের বাবা-মা ও শিক্ষকরা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

রবিউল ইসলাম, বাগেরহাট

Location :

Bagerhat
ছোট্ট শিশু হাফেজ আব্দুর রহমান
ছোট্ট শিশু হাফেজ আব্দুর রহমান |সংগৃহীত

মাত্র সাড়ে ৬ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে বাগেরহাটের ছোট্ট শিশু আব্দুর রহমান। তার বয়স ৭ বছর।

আব্দুর রহমান জেলার মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরী গ্রামের মো: শহিদুল ইসলাম ও ফারজানা বেগম দম্পতির ছেলে।

এত অল্প সময়ে পুরো পবিত্র কোরআন মুখস্থ করায় শহিদুল-ফারজানা দম্পতি বেজায় খুশি। তারা জানান, মোড়েলগঞ্জ পৌরসভার বারুইখালী এলাকার মারকাজুল ওমর আল ফারুক রা: মাদরাসা থেকে আব্দুর রহমান এই গৌরব অর্জন করেছে।

আব্দুর রহমানের শিক্ষক আব্দুল কুদ্দুস আশ্রাফী বলেছেন, আব্দুর রহমান শিশু বয়স থেকেই খুব মেধাবী ও মনোযোগী, পাশাপাশি নম্র-ভদ্র ও বিনয়ী স্বভাবের।

আব্দুর রহমানের বাবা-মা ও শিক্ষকরা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।