আমির আলী, বাহুবল (হবিগঞ্জ)
হবিগঞ্জের বাহুবলে সিএনজি অটোরিকশা ও আইসক্রিমবোঝাই একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চলিতাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর উপজেলার দৌলতপুর গ্রামের মরহুম জজা মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, দ্রুতগতির কাভার্ড ভ্যানটি চলিতাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক আবু বক্কর গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ।



