হোসেনপুরে দু’পক্ষের উত্তেজনায় বিএনপির সম্মেলন স্থগিত, অতিরিক্ত পুলিশ মোতায়েন

সম্মেলনে ব্যাপক হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনায় কার্যক্রম অসম্পূর্ণ রেখেই মঞ্চ ত্যাগ করেছেন কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। এনিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হওয়ায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

জাহাঙ্গীর আলম, হোসেনপুর (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
২২ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হয়েও স্থগিত
২২ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হয়েও স্থগিত |নয়া দিগন্ত

দীর্ঘ ২২ বছর পর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির আয়োজিত সম্মেলনে ব্যাপক হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনায় কার্যক্রম অসম্পূর্ণ রেখেই মঞ্চ ত্যাগ করেছেন কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। এনিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হওয়ায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা সদরের কেন্দ্রীয় ইদগাহ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

জানা যায়, সম্মেলনের প্রথম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হলে হট্টগোলের কারণে মাঝপথে থেমে যায়। ফলে দ্বিতীয় অধিবেশন সমাপ্ত না হওয়ায় উপজেলা কমিটি ঘোষণাও স্থগিত রাখা হয়। পরে বর্তমান আহ্বায়ক কমিটিই দায়িত্ব পালন করবে বলে জানান নেতারা।

উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। এছাড়া প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন গ্রুপ এবং কাঞ্চন-সবুজ–রাজন গ্রুপের লোকজন সম্মেলনে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। অধিবেশনের শুরু থেকেই দু’পক্ষের পাল্টাপাল্টি স্লোগান ও হট্টগোলে উত্তেজনা তৈরি হয়। পরে কেন্দ্রীয় ও জেলা নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বিশৃঙ্খলার কারণে দ্বিতীয় অধিবেশন আর চালানো সম্ভব হয়নি।

এদিকে জেলার শীর্ষ নেতারা শুরু থেকেই দু’পক্ষের গ্রুপিংয়ের বিষয়টি আঁচ করতে পারায় উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বলেন, ‘আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলে কমিটি দিব। ত্যাগীরা কেউ বাদ পড়বে না। এ সময়ও পাল্টাপাল্টি স্লোগান ও হট্টগোলে চলে।‘

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘সুবিধাজনক সময়ে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। ততদিন পর্যন্ত বর্তমান আহ্বায়ক কমিটিই দায়িত্ব পালন করবে।’

এর আগে হোসেনপুরে সবশেষ বিএনপির সম্মেলন হয়েছিল ২০০৩ সালে। দীর্ঘ বিরতির পর আয়োজিত এ সম্মেলন বিরোধপূর্ণ পরিস্থিতির কারণে অসম্পূর্ণই থেকে যায় সম্মেলন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির সাধারণ কর্মীরা।