বন্দরে জমি অধিগ্রহণ নিয়ে মতবিনিময় সভায় মালিকদের তোপের মুখে তিতাস গ্যাস কর্মকর্তারা

বন্দরে জমি অধিগ্রহণ নিয়ে মতবিনিময় সভায় জমির মালিকদের তোপের মুখে পড়েছেন তিতাস গ্যাস কর্মকর্তারা।

বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Narayanganj
বন্দরে জমি অধিগ্রহণ নিয়ে মতবিনিময় সভায় তিতাস গ্যাস কর্মকর্তারা
বন্দরে জমি অধিগ্রহণ নিয়ে মতবিনিময় সভায় তিতাস গ্যাস কর্মকর্তারা |নয়া দিগন্ত

বন্দরে জমি অধিগ্রহণ নিয়ে মতবিনিময় সভায় জমির মালিকদের তোপের মুখে পড়েছেন তিতাস গ্যাস কর্মকর্তারা।

মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দর উপজেলা মিলনায়তনে তিতাস গ্যাস ট্রাসমিশন ও ডিস্ট্রিবিউশন পিএলসি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের ট্রাস্টি প্রতিষ্ঠান জিআইএস যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।

ঢাকা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় বিদ্যমান গ্যাস নেটওয়ার্ক সিস্টেমের প্রতিস্থাপন এবং জিআইএস ম্যাপিং স্কাডা সিস্টেম অন্তর্ভুক্তকরণ প্রকল্পের পুনর্বাসন কর্ম পরিকল্পনা এবং পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন সমীক্ষা বিষয়ক মতবিনিময় সভায় স্থানীয় জমি ও বাড়ির মালিকদের তোপের মুখে পড়েন তিতাস কর্মকার্তারা।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমান, বন্দর থানার ওসি তরিকুল ইসলাম, প্রকল্পের সিনিয়র স্পেশালিস্ট ফয়সাল আহমেদ, টিম লিডার ফাইজুর রহমান, নূর নেওয়াজ, তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী ফিরোজ কবির এবং অংশীজনদের মধ্যে মনিরুজ্জামান, গোলাম মোহাম্মদ, পারভীন আক্তার ও আরাফাত পাঠান মতবিনিময় সভায় বক্তব্য দেন।

মতবিনিময় সভায় তিতাস গ্যাস ট্রাসমিশন ও ডিস্ট্রিবিউশন পিএলসর ব্যবস্থাপক প্রকৌশলী ফিরোজ কবির জানান, ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় গ্যাসের সরবরাহ বৃদ্ধি, গ্যাসের নিম্ন চাপ পরিস্থিতি উন্নতি করা, গ্যাস লিকেজ প্রতিরোধের লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ প্রকল্পের আওতায় বন্দর উপজেলায় প্রায় ৯ দশমিক ১১ কিলোমিটার দৈর্ঘের একটি নতুন পাইপ লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। যা ২০ ইঞ্চি ব্যাস ও ৩শ’ পিএসআইজি সম্পন্ন। এটি স্থাপনে ১৩ দশমিক ৭ হাজার ১শ’ ৭ একর জমি অধিগ্রহণ এবং ২৭ দশমিক ৩ হাজার ৯শ’ ৩৮ একর জমি অধিযাচন প্রয়োজন হবে। পাইপলাইনটি ফরাজিকান্দা তৃতীয় শীতলক্ষ্যা সেতুর পাশেই একটি প্রস্তাবিত টিবিএসের সংযুক্ত হবে। সেখানে টিবিএসের জন্য ২ দশমিক ৫০ একর জমি অধিগ্রহণ করতে হবে। প্রস্তাবিত পাইপলাইনটি বন্দর উপজেলার ৪টি ইউনিয়ন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কিছু অংশ দিয়ে অতিক্রম করবে।

মতবিনিময় সভায় অংশীজনরা জানান, তিতাসের জমি অধিগ্রহণের আওতায় তাদের শত বছরের পুরোনো ঘরবাড়ি রয়েছে। যা স্বল্প মূল্যে নিতে চাচ্ছে তিতাস। তাদের উচ্ছেদ করা হলে বাপদাদার পুরোনো ভিটে মাটি ছেড়ে পথে বসতে হবে। বিকল্প হিসেবে মদনপুর- মদনগঞ্জ সড়কের পাশ দিয়ে পাইপলাইন স্থাপনের অনুরোধ জানান তারা।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমান জানান, বাসিন্দারা যেন সমস্যার সম্মুখীন না হন সে দিকে খেয়াল রেখে সকলের পরামর্শে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।