ঢাকা জেলার দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল করিমকে দোহার থানা থেকে প্রত্যাহার করে ঢাকা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ দেয়া হয়েছে।
রেজাউল করিম গত চার মাস আগে দোহার থানায় ওসি হিসেবে যোগদান করেন।
এ বিষয়ে জানতে ঢাকা জেলা পুলিশ সুপারের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, ওসি রেজাউল করিমের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্রদের উপর হামলার আসামীদের গ্রেফতারের পর ছেড়ে দেয় বলে অভিযোগ উঠে।