গাইবান্ধার গোবিন্দগঞ্জে আব্দুল কাফি (৬০) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, দীর্ঘদিন আগে কাফি মিয়ার স্ত্রী মারা গেছেন। ছেলেমেয়েরা সবাই বাইরে থাকেন। ফলে বাড়িতে তিনি একাই থাকতেন। মঙ্গলবার দুপুরে প্রতিবেশিরা তার বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ পান। এতে তাদের মনে সন্দেহ বাসা বাধতে থাকে। পরে তারা ফোন করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে এসে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধ কাফি মিয়ার অর্ধগলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগেই তিনি মারা গেছেন। ফলে ব্যাপক দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। দুর্গন্ধের কারণে কেউ বাড়ির ভেতরে যেতে পারছেন না। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সকল আইনী প্রক্রিয়া শেষ করে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।‘