রাজবাড়ীতে নুরাল পাগলের আস্তানায় হামলায় ছাত্রলীগসহ গ্রেফতার ৫

গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার করা আসামিদের রাজবাড়ী আদালতে পাঠানো হবে।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
হামলায় ক্ষতিগ্রস্ত পুলিশ ভ্যান
হামলায় ক্ষতিগ্রস্ত পুলিশ ভ্যান |নয়া দিগন্ত

রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মেহেদীর দাবিদার ভণ্ড নুরাল পাগলের আস্তানায় ও পুলিশের গাড়িতে হামলায় ক্ষতিগ্রস্ত করার অভিযোগে উপজেলার ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগেরে দু’নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৭ সেপ্টেম্বর) গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার করা আসামিদের রাজবাড়ী আদালতে পাঠানো হবে।

এ ঘটনায় গ্রেফতার আসামিরা হলেন গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গা গ্রামের লাল মিয়া মৃর্ধার ছেলে হিরু মৃর্ধা (৩৫), গোয়ালন্দ উপজেলার ছাত্রলীগের সহ-সভাপতি ও মৃর্ধা পাড়ার আক্কাস আলী মৃর্ধার ছেলে মাসুদ মৃর্ধা (২৮), গোয়ালন্দের কাজী পাড়ার আরিফ কাজীর ছেলে অপু কাজী (২৫), গোয়লন্দের দেওয়ান পাড়ার মো: জহির উদ্দিনের ছেলে এহসানুল হক জনি (৩২) ও দেওয়ান পাড়া আফজাল সরদারের ছেলে মো: সাফিন সরদার (১৮)।

গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলামবলেন, উভয় ঘটনার হামলার সময় সিসি ক্যামেরারে ভিডিও ফুটেজ দেখে শনিবার রাত (৬ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে অজ্ঞাতনামা সাড়ে তিন হাজারজনকে অভিযুক্ত করে থানায় মামলা করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।