নামাজে ডাকাকে কেন্দ্র করে হত্যা : আসামির বস্তাবন্দী লাশ উদ্ধার

নামাজে ডাকাকে কেন্দ্র করে খবির সরদার (৫৫) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামি আলমাস সরদারের (২৭) বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

Location :

Shariatpur
আলমাস সরদার
আলমাস সরদার |নয়া দিগন্ত

শরীয়তপুরের জাজিরায় মসজিদের মাইকে ফজরের আজান শেষে নামাজে ডাকাকে কেন্দ্র করে খবির সরদার (৫৫) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামি আলমাস সরদারের (২৭) বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবরকান্দি এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশে মাটিচাপা দেয়া তার লাশ উদ্ধার করে পুলিশ।

জাজিরা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড়কান্দি ইউনিয়নের নয়াবাজার-সংলগ্ন ওমরদি মাদবরকান্দি গ্রামে সরদার বাড়ি জামে মসজিদের ইমাম প্রতিদিন ফজরের আযানের পর মুসল্লিদের নামাজে আসার জন্য মাইকে বয়ান করে অনুরোধ জানান। এতে ঘুমে ব্যাঘাত হওয়ায় ওই ইমামের ওপর ক্ষুব্ধ হন একই গ্রামের ছাত্রলীগ নেতা আলমাছ সরদার (২৭)। এ নিয়ে ইমামের সাথে আলমাসের বাকবিতণ্ডা হয়। ওই মসজিদ কমিটির সদস্য খবির সরদার প্রতিবাদ করলে আলমাস তার ওপরও ক্ষিপ্ত হন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে খবির সরদারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠে আলমাস সরদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে খবির সরদার হত্যাকাণ্ডের ঘটনাস্থলের পাশে পরিত্যক্ত একটি বাড়ির পুকুর পাড়ে পচা গন্ধ পেয়ে মাটি খুড়ে আলমাসের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে জাজিরা থানায় খবর দিলে পুলিশের উপস্থিতেই লাশটি উদ্ধার করা হয়। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে তার স্বজনরা লাশটি সনাক্ত করে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, খবির সরদার নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ১৮ জনকে আসামি করে নিহতের ভাই একটি হত্যা মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার রাতে একই স্থান থেকে ওই মামলা ২ নম্বর আসামি আলমাস সরদারের লাশ মাটিচাপা দেয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যাকাণ্ডের বিষয় জানা যাবে। এ ব্যাপারে জোর তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।