মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদিখান) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ প্রার্থী ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দীন রাজী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার নিমতলায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কর্ম পরিষদের সদস্য খিদির আব্দুস সালাম, সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসেন, জেলা কর্মপরিষদের সদস্য মো: মুজিবুর রহমান, শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: নুরজামান মীর। সভা সঞ্চালনা করেন সিরাদিখান উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: ওয়াসিম মিয়া।
মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা এ কে এম ফখরুদ্দীন রাজী।
তিনি তার নির্বাচনী এলাকায় সার্বিক উন্নয়ন ও কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় কর্তব্যরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।



