পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ

ফ্যাসিস্ট ও তাদের দোসরদের আর এ দেশে কোনো সুযোগ দেয়া হবে না। প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা দোসরদের সরিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

আ হ ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর

Location :

Lakshmipur
পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ
পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ |নয়া দিগন্ত

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পি.আর.) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ শুক্রবার সকালে পৌর শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর জামায়াতের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন দলের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ রেজাউল করিম। পৌর শহরের আশপাশের এলাকা থেকে জামায়াতের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। তাদের হাতে ছিল ব্যানার ও বিভিন্ন স্লোগান লেখা ফেস্টুন। ‘এই মুহূর্তে দরকার পিআর আর সংস্কার’, ‘পিআর পদ্ধতির নির্বাচন দিতে হবে’, ‘জামায়াত-শিবির জনতা, গড়ে তোলো একতা’- এমন স্লোগানে মুখর ছিল সমাবেশস্থল।

সমাবেশে ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘প্রতিটি ভোটের মূল্যায়নে পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই। দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভোটের কোনো বিকল্প নেই। জনগণ এমন একটি নির্বাচন চায়, যাতে তাদের অধিকার নিশ্চিত হয়।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট ও তাদের দোসরদের আর এ দেশে কোনো সুযোগ দেয়া হবে না। প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা দোসরদের সরিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। এজন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে। জাতীয় পার্টিসহ যেসব দল ফ্যাসিবাদের সহযোগী ছিল, তাদের বিচারের আওতায় আনতে হবে।’

লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াত নেতা মাওলানা আবদুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যা পাটোয়ারী।

উল্লেখ্য, সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।