কুমিল্লার চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে মো: মনির হোসেন (৫৫) নামে এক নিরাপত্তা কর্মীর হয়েছে। রোববার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে চান্দিনা উপজেলা সদরের পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রে এ ঘটনা ঘটে।
মো: মনির হোসেন চান্দিনা উপজেলা সদরের রারিরচর এলাকার বাসিন্দা। তিনি চান্দিনায় বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
অফিস সূত্রে জানা যায়, দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি নিরাপত্তার দায়িত্বে থাকার কথা ছিল। দায়িত্ব পালন করার পাশাপাশি বিকেল সাড়ে ৩টার দিকে একটি বৈদ্যুতিক লাইন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। অন্য কর্মীরা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আরিফুর রহমান জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ‘সংশ্লিষ্ট দফতর থেকে কেউ আমাদের অবহিত করেনি। তবে যেহেতু এখন তথ্য পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।