নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে চাঁদপুরগামী বোগাদাদীয়া-১৩ নামের লঞ্চের সাথে মুখোমুখি সংঘর্ষে জান্নাতি নামের একটি বাল্কহেড ডুবে গেছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে পাগলা নৌ-ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে লঞ্চটিকে আটক করে।
নদীতে ডুবে যাওয়া জান্নাতি বাল্ক হেডের মালিক আলি আহেম্মদ জানান, চাঁদপুর দশআনি থেকে সিলেকশন বালু নিয়ে ঢাকায় আসার পথে ফতুল্লা লঞ্চঘাট অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা বোগদাদিয়া-১৩ নামের একটি যাত্রীবাহী লঞ্চ বাল্কহেড বরাবর আসতে দেখে তারা গতি পরিবর্তন করতে চাইলেও ব্যর্থ হয়। এ সময় লঞ্চের সাথে বাল্কহেডটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাল্কহেডটি ডুবে যায়। তবে বাল্কহেডের ভেতরে থাকা পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
পাগলা নৌ-ফাঁড়ি পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর হসেন জানান, জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লঞ্চটকে আটক করে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।



