খাগড়াছড়ি আসনে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

মোট ১৩ প্রার্থীর মধ্যে দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করায় আসনে ১১ জন নির্বাচনে লড়বেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে খাগড়াছড়ি সংসদীয় আসনে দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো: আনোয়ার সাদাত বিষয়টি নিশ্চিত করেন।

মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী ১০ দলীয় নির্বাচনী জোটের সিদ্ধান্ত অনুযায়ী এবং স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা ব্যাক্তিগত ও পারিবারিক কারণে প্রার্থীতা প্রত্যাহার করেন ।

এর আগে গত ৩ জানুয়ারি এ আসনে দাখিলকারী ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র যাছাই বাছাই শেষে ৭ জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা। অপরদিকে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল ও এক প্রার্থীর মনোনয়নপত্র অধিকতর যাচাই বাছাইয়ের জন্য স্থগিত রাখা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন ৬ জন।

মোট ১৩ প্রার্থীর মধ্যে দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করায় আসনে ১১ জন নির্বাচনে লড়বেন।