শিবচরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউটিউশন স্কিম- এসইডিপির আওতায় ২৪ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
শিবচরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে
শিবচরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচর উপজেলায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর আয়োজিত পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউটিউশন স্কিম- এসইডিপির আওতায় ২৪ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদারীপুর জেলা শিক্ষা অফিসার মো: ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম। অ্যাকাডেমি সুপারভাইজার আসাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ফজলুল হক, কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আশরাফুজ্জামান, শিবচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের খান।

এ অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ শিক্ষা, কারিগরি ও মাদরাসা শিক্ষায় উপজেলার সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ২৪ জন ছাত্র-ছাত্রীকে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে সম্মাননা হিসেবে ক্রেস্ট, সনদ ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলেজ ও মাদরাসার অধ্যক্ষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে, এসএসসি পর্যায়ের শিক্ষার্থীদের ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে বলে জানান শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম।