রংপুর ইপিজেডের কাজ দ্রুত শুরু করার দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২১ জুন) বাদ আসর উপজেলা জামায়াতের অফিস থেকে মিছিলটি বের করেন সংগঠনের নেতাকর্মীরা।
গোবিন্দগঞ্জ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক জেলা আমির ডা: আব্দুর রহিম সরকার ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুন নবী প্রধানের নেতৃত্বে মিছিলটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম চার মাথায় সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের আমির আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান, পৌর আমির শহিদুল ইসলাম, সেক্রেটারি প্রভাষক হাসান সাঈদ তালুকদার, উপজেলা শিবিরের সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি ডা: আব্দুর রহিম সরকার বলেন, ‘গোবিন্দগঞ্জবাসীর প্রাণের দাবি এ ইপিজেড। ইপিজেড স্থাপনে প্রশাসনিক সকল কাজ সম্পন্ন হলেও একটি স্বার্থান্বেষী মহলের কারণে আজও ইপিজেড নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়নি। এ স্বার্থান্বেষী মহলের গুটি কয়েক মানুষের জন্য এর নির্মাণ কাজ দেরি হবে তা গোবিন্দগঞ্জবাসী মেনে নেবে না।’
তিনি বলেন, ‘ইপিজেড বাস্তবায়ন হলে দুই লাখ মানুষের কর্মসংস্থান হবে। সেই সাথে গোবিন্দগঞ্জ উপজেলার অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে। ব্যবসা-বাণিজ্যের নতুন দিগন্ত শুরু হবে। তাই এসব সার্বিক সুবিধা থেকে বঞ্চিত করার কারো সুযোগ নেই। কেউ যদি ইপিজেড নির্মাণে অবৈধ বাধা সৃষ্টি করে তাহলে তা গোবিন্দগঞ্জবাসী প্রতিহত করবে।’
তিনি আরো বলেন, ‘রংপুর ইপিজেডের সাথে অন্য ইপিজেড অনুমোদন পাওয়ার পর সেখানে কাজ শুরু হয়েছে। অথচ গোবিন্দগঞ্জে ইপিজেডের কাজ এখনো শুরু হয়নি। অনতিবিলম্বে এ ইপিজেডের কাজ শুরু করে গোবিন্দগঞ্জবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।’