নওগাঁয় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি

সোমবার দুপুর ১২টায় শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠ থেকে জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু ও সদস্য সচিব রুহুল আমিন মুক্তারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

নওগাঁ প্রতিনিধি

Location :

Naogaon
নওগাঁয় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি
নওগাঁয় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র‌্যালি ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টায় শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠ থেকে জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু ও সদস্য সচিব রুহুল আমিন মুক্তারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এর আগে, সকাল ৬টায় বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এরও আগে, রোববার রাত ১২টা ১ মিনিটে কেক কাটার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

উল্লেখ্য, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপুর সভাপতিত্বে এবং সদস্য সচিব রুহুল আমিন মুক্তারের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন যুবদল নেতা নওশের ইসলাম, দেওয়ান মোস্তাকিন, ময়নুল ইসলাম, পলাশসহ আরো অনেকে।