সখীপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

‘অন্যায়-অবিচার, দুর্নীতি, দমন-নিপীড়ন এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।’

মুহাম্মদুল্লাহ, সখীপুর (টাঙ্গাইল)

Location :

Sakhipur
সখীপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
সখীপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ |নয়া দিগন্ত

২৪-এর গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১১ আগস্ট) বিকেলে এ কর্মসূচি পালিত হয়।

বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তালতলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। মিছিল শেষে তালতলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আমির অধ্যাপক আলামিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মনিরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম খান।

সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। জনগণের ভোটাধিকার, মৌলিক অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এই আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় জনগণ আজও ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তারা বলেন, গণতন্ত্র, স্বাধীন বিচারব্যবস্থা ও স্বচ্ছ নির্বাচন ছাড়া দেশের মানুষের মুক্তি সম্ভব নয়।

বক্তারা আরো বলেন, অন্যায়-অবিচার, দুর্নীতি, দমন-নিপীড়ন এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। তারা দেশে ইসলামি মূল্যবোধভিত্তিক ন্যায়সংগত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় সর্বস্তরের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।