পার্বত্য জেলা বান্দরবানে অনুষ্ঠিত হয়ে গেল হিল হাফ ম্যারাথন প্রতিযোগিতা। বান্দরবান হিল রানার্স অ্যাডভেঞ্চার ক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সাড়ে চারশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।
আজ শনিবার ভোরে বান্দরবান শহরের রাজার মাঠ থেকে শুরু হয় এই ম্যারাথন। প্রতিযোগীরা বান্দরবান শহর থেকে শৈলপ্রপাত হয়ে পুনরায় শহরে ফিরে আসেন। প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ এই সড়কে অংশগ্রহণকারীরা দৌড় প্রতিযোগিতায় অংশ নেন।
পরে রাজার মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হুমায়ুন রশিদ, সেনা কর্মকর্তা মেজর পারভেজ রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এবং হিল রানার্স অ্যাডভেঞ্চার ক্লাবের সভাপতি শহীদুর রহমান।
উল্লেখ্য, প্রতিযোগিতায় ২১ কিলোমিটার পুরুষ বিভাগে মো: মামুন আহমেদ ১ ঘণ্টা ১৮ মিনিটে নির্ধারিত পথ অতিক্রম করে প্রথম স্থান অর্জন করেন। মহিলা বিভাগে তাবাচ্ছুম ২ ঘণ্টা ৩০ মিনিটে পথ অতিক্রম করে চ্যাম্পিয়ন হন।
১০ কিলোমিটার পুরুষ বিভাগে জাকির হোসেন ৪৪ মিনিটে এবং মহিলা বিভাগে মাহবুবা মারিয়া ১ ঘণ্টা ১৪ মিনিটে পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেন।
বয়স্কদের ২১ কিলোমিটার বিভাগে পুরুষদের মধ্যে জসীমউদ্দীন ১ ঘণ্টা ৩০ মিনিটে এবং মহিলাদের মধ্যে দিলারা আক্তার ২ ঘণ্টা ৪৪ মিনিটে নির্ধারিত দূরত্ব অতিক্রম করে প্রথম স্থান অর্জন করেন।
এই প্রতিযোগিতায় সহযোগিতা করেছে বান্দরবান সেনা রিজিয়ন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং বান্দরবান পৌরসভা।
আয়োজকরা জানান, পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্য সচেতনতা ও ক্রীড়া সংস্কৃতি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।