ময়মনসিংহ-১০ আসনে পাঁচবাগী র: কবর জিয়ারতের মধ্য দিয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে স্বতন্ত্র প্রার্থী এ বি সিদ্দিকুর রহমান উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা শামসুল হুদা পাঁচবাগী (র:) এর কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী সভা ও হাঁস প্রতীকে প্রচারণা শুরু করেছেন।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
ময়মনসিংহ-১০ আসনে পাঁচবাগী র: কবর জিয়ারতের মধ্য দিয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু
ময়মনসিংহ-১০ আসনে পাঁচবাগী র: কবর জিয়ারতের মধ্য দিয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে স্বতন্ত্র প্রার্থী এ বি সিদ্দিকুর রহমান উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা শামসুল হুদা পাঁচবাগী (র:) এর কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী সভা ও হাঁস প্রতীকে প্রচারণা শুরু করেছেন।

শুক্রবার (২২ জানুয়ারী) দুপুরে উপজেলার পাঁচবাগ জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তিনি মাওলানা শামসুল হুদা পাঁচবাগী (রঃ) এর কবর জিয়ারত করেন।

এসময় তার আত্মার মাগফিরাত কামনায় দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় তার সাথে তার সমর্থিত কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

পরে গফরগাঁও আসনের স্বতন্ত্র প্রার্থী, জেলা দক্ষিণ বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান পাঁচবাগ গোল চত্বরে হাঁস প্রতীক মার্কায় এক বিশাল নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সভায় সভাপতিত্ব করেন পাঁচবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন মেম্বার।