নীলফামারীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিক্ষোভ করে ওয়ারিয়র্স অফ জুলাইয়ের নেতাকর্মীরা।
নীলফামারীতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিক্ষোভ করে ওয়ারিয়র্স অফ জুলাইয়ের নেতাকর্মীরা। |ছবি : নয়া দিগন্ত

আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ও দলটি নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ নামক সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তব্য দেন ওয়ারিয়র্স অফ জুলাই জেলা কমিটির আহ্বায়ক মো: সাইমুন সাকিব, যুগ্ম-আহ্বায়ক মো: হাবিবুল্লাহ, সদস্যসচিব হাসান রেজা, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব শাহরিয়ার ইসলাম হাবিল, মূখ্য সংগঠক মোস্তফা মাহমুদ শ্রেষ্ঠ ও মুখপাত্র সিয়াম হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দুর্নীতি, দুঃশাসন ও জনগণের ভোটাধিকার হরণ করেছে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে তা কখনও মেনে নেয়া যাবে না। বাংলাদেশে ফ্যাসিস্ট এই আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই।