নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকার যুবদল নেতা অলি মাতবরের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। এসময় নারীসহ পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার যুবদল নেতা অলি মাতবর রিকশায় ভুলতা গাউছিয়া মার্কেটে যাওয়ার পথে নাগেরবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় সন্ত্রাসীদের কবলে পড়েন। ১৪/১৫ সদস্যের একদল সন্ত্রাসী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর হামলা চালায়।
একপর্যায়ে অলি মাতবর দৌড়ে তার বাড়িতে আশ্রয় নিলে সন্ত্রাসীরা তার বাড়িতে গিয়েও হামলা চালিয়ে ভাংচুর ও তিন লাখের বেশি টাকার মালামাল লুটপাট করে। হামলাকারীরা গৃহকর্তা অলি মাতবর(৪৩), তার ভাই খলিল মাতবর(৪১), স্ত্রী বুবলী আক্তার(৩৬), প্রতিবেশী শফিকুল ইসলাম(৩৫), নয়ন মিয়াকে(২২) কুপিয়ে জখম করে। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।’