কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত পলাতক চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) ভোররাতে চকরিয়া থানা পুলিশের একটি টিম তাদের গ্রেফতার করে।
এর আগে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক তিন আসামি ও অস্ত্র আইনে মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় একজনের কাছ থেকে অস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, সাহারবিল এলাকার মোহাম্মদ তৌহিদ উল্লাহ (২৫) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার স্বীকারোক্তি মোতাবেক নিজবাড়ি থেকে দেশীয় তৈরি বন্দুক ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি সাহারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওমখালী এলাকার জসিম উদ্দিনের ছেলে।
এছাড়া অস্ত্রধারী তৌহিদ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও চিংড়ি জোন এলাকায় শেকাব হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।



